সোমবার, ২০ জুলাই ২০১৫

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান এই প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, তাকে সম্পুর্ণ অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। পবিত্র ঈদে বাবার কবর যিয়ারত শেষে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে প্রশাসন যে অমানবিকতার পরিচয় দিয়েছে তার নিন্দা জানানো ভাষা আমাদের জানা নেই। এটা কাপুরুষচিত কাজ। তাকে গ্রেপ্তারের মাধ্যমে অবৈধ সরকার নিজেদের দেওলিয়াত্বের প্রকাশ করেছে। একই সাথে গ্রেপ্তারের পর নাটক সাজিয়ে পুলিশও তাদের দাসত্বমূলক মনোভাবের বহি:প্রকাশ ঘটিয়েছে। এই দায়িত্বহীন ঘটনায় ছাত্রসমাজ বিক্ষুদ্ধ। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তার প্রতি কোন অন্যায় আচরণ ছাত্রসমাজ মেনে নেবেনা।

নেতৃবন্দ অবিলম্বে রাজীব আহসানসহ আটক বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

সংশ্লিষ্ট