রবিবার, ২৮ জুন ২০১৫

একাদশ শ্রেণীতে ভর্তি ফল প্রকাশে বিলম্বে উদ্বেগ প্রকাশ করে ছাত্রশিবিরের বিবৃতি

একাদশ শ্রেণীতে ভর্তি ফল প্রকাশে বার বার বিলম্বে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, শিক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম করে ছাত্রদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলে চলেছে সরকার। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কথিত স্মার্ট সিষ্টেমে ফল প্রকাশের কথা ছিল গত ২৫ জুন। কিন্তু পর পর ৩ বার সময় পিছিয়েও ফল প্রকাশ করতে পারেনি সরকার। যার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। তারা মানসিক ভাবে চিন্তিত হয়ে পড়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন । বার বার ফল প্রকাশ পিছিয়ে দেয়ায় জনমনে নানা আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের শিক্ষা খাতে দূর্নীতির অংশ হিসেবে এখানে প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে কোন পক্ষকে বিশেষ সুযোগ দেয়ার ব্যবস্থা হচ্ছে কি না তা নিয়ে মেধাবীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যথায় বার বার ফল প্রকাশ পেছানোর কোন যৌক্তিক কারণ দেখছে না সচেতন মহল।

নেতৃবৃন্দ বলেন, অদূরদর্শী সরকার কর্তৃক কথিত স্মার্ট পদ্ধতিতে আবেদনের শুরুতেই জটিলতার অসংখ্য অভিযোগ শিক্ষা বোর্ডে করেছিল শিক্ষার্থীরা। কিন্তু সরকার তা আমলে নেয়নি। এখন শিক্ষার্থীদের আশঙ্কাই সত্য হয়েছে। তারা এক অনিশ্চতার মধ্যে পড়ে গেছে। আমরা হুশিয়ার করে বলতে চাই, অনেক হয়েছে আর নয়। কোন ষড়যন্ত্র করে প্রকৃত মেধাবীদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা হলে বা তাদের শিক্ষা জীবনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা বরদাশত করা হবে না। ছলচাতুরি না করে অবিলম্বে ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে। কোন পক্ষপাতিত্ব না করে মেধার ভিত্তিতে ফল প্রকাশ করতে হবে। অন্যথায় মেধাবীদের নিয়ে কোন ষড়যন্ত্র করলে সরকারকে প্রতিরোধের সম্মূখ্যিন হতে হবে। আর তখন যে কোন পরিস্থিতির জন্য প্রশাসনকেই দায়ভার গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট